Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

দর্শনীয় স্থান

   সব্দালপুর ইউনিয়ন এর দর্শনীয় স্থান হল মুক্তিযোদ্ধা সংসদ।এটি কাজলী বাজার সংলগ্ন অবস্থিত। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারীদের সৃতির উদ্যেশ্যে এটি নির্মিত।এখানে একটি সৃতি স্তম্ভ আছে যার ফলকে সব্দালপুর ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধাদের নাম রয়েছে। প্রতি বছর ১লা বৈশাখে এখানে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনেক দুর দুরান্ত থেকে এ অনুষ্ঠান দেখতে মানুষ ভিড় জমায়। অনুষ্ঠানের মধ্যে লঠি খেলা, সাপ খেলা, র‌্যালি, বিভিন্ন গ্রাম্য অনুষ্ঠান উল্লেখ্যযোগ্য।

সব্দালপুর ইউপি আর একটি দর্শনীয় স্থান হলো গরীব শা এর মাজার।বাংলাদেশের ৭ টি স্থানে এই মহান সাধকের মাজার স্থাপিত। কথিত আছে এ মহান সাধক ৭ স্থানে মৃত্যু বরণ করেন।

ছবি